Thank you for visit our website. সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম।

১৫ আগস্ট, ২০১৫

নিজেই তৈরি করুন মোবাইল ফোনের জন্য ইমারজেন্সি চার্জার

n-total charger
এই যে কিছুদিন আগে সারা বাংলাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় হল, এমন তো ভবিষ্যতেও হতে পারে, আরো দীর্ঘ সময়ের জন্য। কিংবা ধরুন, আপনি কোন জায়গায় বেড়াতে গেলেন। আপনার ফোনের চার্জ নিভু নিভু কিন্তু ফোনটা চালু রাখা দরকার, গুরত্বপূর্ণ কোন কল আসতে পারে। আশেপাশে চার্জ দেয়ারও কোন ব্যবস্থা নেই। কি করবেন তখন ?
চার্জার ব্যাংক এইক্ষেত্রে একটা সমাধান হতে পারে। তবে চার্জার ব্যাংক অনেক দামি
ডিভাইস এবং এটি এখনো এইদেশে খুব একটা সহজলভ্য নয়।
চাইলে আপনি খুব সহজে সস্তায় এই সমস্যার সমাধান করতে পারেন। এজন্য আপনার দরকার হবে একটি ইমার্জেন্সি চার্জার। খুব সহজে সামান্য কিছু যন্ত্রপাতি দিয়ে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন আপনার ফোন চার্জ করার একটি ইমার্জেন্সি চার্জার।

যা যা দরকার হবে

ইমার্জেন্সি চার্জার তৈরি করতে আপনার দরকার হবে তিনটি পেন্সিল ব্যাটারি (AA সাইজ), একটি ব্যাটারি কেইস, একটি চার্জিং জ্যাক পিন (আপনার ফোন উপযোগী) এবং তার (পর্যাপ্ত পরিমাণ)।

কিভাবে তৈরি করবেন

♦ ব্যাটারি তিনটিকে সিরিজে সংযুক্ত করুন। সংযোগ সম্পর্কে নিশ্চিত হতে সার্কিট ডায়াগ্রাম দেখুন।
n-circuit
♦ ব্যাটারি সংযোগ করতে অসুবিধা হলে ব্যাটারি কেইস কিনে নিতে পারেন। যে কোন ইলেক্ট্রনিক্সের দোকানে এই ধরণের কেইস পাবেন।
n-battery case
♦ ব্যাটারি কেইসের সাথে চার্জিং জ্যাক যুক্ত করুন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার ইমার্জেন্সি চার্জার।
n-charging jack
♦ চার্জার তৈরি শেষে ব্যাটারি সংযুক্ত করে চেক করে দেখুন আপনার ফোনে চার্জ হয় কিনা।
n-battery
ছোটখাট টুকটাক জিনিস নিজেই তৈরি করুন। উপকৃত হোন, অর্থ বাঁচান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন