Thank you for visit our website. সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম।

১৭ জুলাই, ২০১৬

BDIX কী ও কিছু BDIX সার্ভার লিস্ট

প্রথমেই জানা যাক যে BDIX কী?

BDIX  এর পূরনরূপ হলো  'Bnagladesh Internet Servics Exchage.' এর মাধ্যমে আপনি সহজেই অনেক বড় সাইজের এইচডি মুভি বা ফাইলও সুপার স্পিডে ডাউনলোড করতে পারবেন।এটি মূলত এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন।

আরো ভালোভাবে উদাহরণের মাধ্যমে বলতে গেলে,ধরুন আপনি ডাউনলোড করার সময় সাধারণ সময়ে ১৫০-২০০ কেবিপিএস স্পিড পান;কিন্তু BDIX Server এর সাইট থেকে ডাউনলোডের সময় স্পিড পাবেন আরো অনেক বেশি!এ স্পিড ১ থেকে ২০ এম্বিপিএস পর্যন্তও হতে পারে!তবে হ্যা,এজন্য অবশ্যই আপনার ISP এর BDIX Connectivity থাকতে হবে।
BDIX, Highspeed, Techtunes, Download, HD
BDIX এর বিষয়টা অনেকটা এই ইমেজের মতো।

কিছু BDIX Server সাইটঃ

এখন আপনাদের আমি দিচ্ছি কিছু বিডিয়াইএক্স server এর লিস্ট। আমার এর মধ্যে vdobite.com টা ভালো লাগছে।তবে সবগুলো সাইটই বেশ ভালো।

BDIX সার্ভার লিস্টঃ

BDIX মুভি সার্ভারঃ
TV
FTP সার্ভার
টরেন্ট সার্ভারঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন