Thank you for visit our website. সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম।

১৭ জুলাই, ২০১৬

BDIX কী ও কিছু BDIX সার্ভার লিস্ট

প্রথমেই জানা যাক যে BDIX কী?

BDIX  এর পূরনরূপ হলো  'Bnagladesh Internet Servics Exchage.' এর মাধ্যমে আপনি সহজেই অনেক বড় সাইজের এইচডি মুভি বা ফাইলও সুপার স্পিডে ডাউনলোড করতে পারবেন।এটি মূলত এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন।

ওয়াইফাই রাউটারের সমস্যার সমাধান!

আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি, বা একাধিক রুমের বাড়িতে ওয়াইফাই ইউজ করি, তাদের ওয়াইফাই স্পীড কম বলে একটা সমস্যার মুখোমুখি হই। ধরি, একটা বাসায় ৩ রুম। শেষের রুমে রাউটার থাকলে ১ম রুমে নেটওয়ার্ক কমে যায়। তার কারন দেয়াল ও অন্যান্য বাধা। এই সমস্যার কিছু সমাধান নিয়ে আজ হাজির হয়েছি।
ওয়্যারলেস রাউটারে উন্নত এক্সটারনাল অ্যান্টেনা যোগ করা

অফিস কিংবা বাসা বাড়ির নিরাপত্তায় বিশ্বাস রাখুন সিসিটিভি ক্যামেরায়।


অফিস কিংবা বাসা বাড়ির নিরাপত্তায় বিশ্বাস রাখুন সিসিটিভি ক্যামেরায়।

“নিরাপত্তা” এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যা আমাদের প্রতিদিন প্রতিটি মুহুর্তেই প্রয়োজন। এই নিরাপত্তার জন্য আমরা কত কিছু করি। প্রাচীন কালে রাজাবাদশাদের নিরাপত্তার দায়িত্বে ছিল প্রহরী, আর বর্তমান যুগের সাথে পরিবর্তনের অঙ্গিকারে প্রযুক্তির উপহারে আরো উন্নত এবং নিখুত হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন আপনি ঘরে বা অফিসের কোন এক রুমে বসেই নিশ্চিত করতে পারবেন সম্পূর্ণ নিরাপত্তা বাবস্থা। কাকে বিশ্বাস করবেন? সিকিউরিটি গার্ড? ড্রাইভার? কাজের লোক? আত্বীয়স্বজন? না, আর কাউকে বিশ্বাস করতে হবে না। শুধু বিশ্বাস রাখুন বিশ্বস্ত সিকিউরিটি যন্ত্রপাতির উপর। কারণ এরা কখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না কিংবা ডিউটির কথা বলে ঘুমিয়েও থাকবে না। শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই চুরি-ডাকাতি, সন্ত্রাস বেড়েই চলছে। আর সে কারনেই বিজ্ঞানীগণ চুরি-ডাকাতি, সন্ত্রাসী বন্ধ করতে আবিষ্কার করেছেন অত্যাধুনিক সব যন্ত্রপাতি।সিসি টিভি তার মাঝে অন্যতম।

২৩ অক্টোবর, ২০১৫

IDM এর পুরোপুরি বিকল্প ফ্রি এবং অপেন সোর্স সফটওয়ার XDM (Extreme Download manager)

IDM এর পুরোপুরি বিকল্প ফ্রি এবং অপেন সোর্স সফটওয়ার XDM (Extreme Download manager)
আইডিএম নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই। বেষ্ট ডাউনলোড ম্যানেজার হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। কিন্তু তা ফ্রি নয় তাই, অবৈধ ভাবে বিভিন্ন উপায়ে সাধারনতো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাস, ম্যালওয়ার কিংবা ক্ষতিকর প্রগ্রাম যুক্ত হয়ে যায়।
ওপেন সোর্স/ফ্রি সফটওয়ার এর দুনিয়ায় একটি ভাল ডাউনলোড ম্যানজারের খুব অভাব ছিল এতদিন, এক্সডিএম তা পুরন করতে সক্ষম। এটি সকল প্লাটফরমে চলে সক্ষম অর্থাৎ উইন্ডোজ , লিনাক্স বা ম্যাক সব টাতেই খুব সহজে ব্যবহার করা যায়। তাই লিনাক্স ইউজারদের মন খারাপের কোন কারন নেই।
xdm ইন্সটল করার পর হটাৎ মনে হতে পারে যে idm এর নতুন কোন ভার্সন ইন্সটল করে ফেলেছি! কিন্তু না! এটিই এক্সডিএম। আইডিএম এর সকল ফিচার এবং লুক এর মধ্যে আছে। আমি প্রথম ব্যবহার করেই বেশ অবাক ই হয়েছি।
আসুন এক ঝলক দেখে নেই এর বর্ননা এবং বৈশিষ্ট
Description

১৫ আগস্ট, ২০১৫

নিজেই তৈরি করুন মোবাইল ফোনের জন্য ইমারজেন্সি চার্জার

n-total charger
এই যে কিছুদিন আগে সারা বাংলাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় হল, এমন তো ভবিষ্যতেও হতে পারে, আরো দীর্ঘ সময়ের জন্য। কিংবা ধরুন, আপনি কোন জায়গায় বেড়াতে গেলেন। আপনার ফোনের চার্জ নিভু নিভু কিন্তু ফোনটা চালু রাখা দরকার, গুরত্বপূর্ণ কোন কল আসতে পারে। আশেপাশে চার্জ দেয়ারও কোন ব্যবস্থা নেই। কি করবেন তখন ?
চার্জার ব্যাংক এইক্ষেত্রে একটা সমাধান হতে পারে। তবে চার্জার ব্যাংক অনেক দামি

১০ আগস্ট, ২০১৫

ইউটিউব ভিডিও ভিউ বাড়িয়ে আয় করার নতুন পদ্ধতি।

আপনারা সবাই ইউটিউব সম্পর্কে কম বেশি জানেন। এই গুগল এর একটি ভিডিও সার্চ ইঞ্জিন। প্রতিদিন অসংখ্য ভিডিও এখানে আপলোড হয়, ভিউ হয়। এই ভিডিও ভিউ করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। ইউটিউব সরাসরি ভিডিও ভিউ এর জন্য আপনাকে অর্থ প্রদান করবেনা। সেক্ষেত্রে আপনাকে অন্য একটি সাইট এর মাধ্যমে কাজটি সম্পাদন করতে হবে।
ভিউট্রাকার (viewtrakr.com) এমন একটি সাইট যেখানে বিভিন্ন বাক্তি অথবা প্রতিষ্ঠান তাদের পণ্যের ভিডিও অথবা বিজ্ঞাপন অর্থের বিনিময় প্রমোট/প্রচারনা করে থাকে।
কিভাবে ভিউট্রাকার অর্থ পরিশোধ করে ?